বিভিন্ন আশ্রমে বা হিন্দু মিলন মন্দিরে শ্রীশ্রীগুরু-মহারাজের শুভাবির্ভাবের ১২৫ বছর নিম্মলিখিতভাবে পালন করা পারে। লক্ষ্য রাখতে হবে আমরা নিকটবর্তী মানুষের জন্য কি কি সেবা করতে পারি। আচার্যদেবের সেবার আদর্শ লােকের মধ্যে তুলে ধরতে হবে। যুব সমাজকে আকর্ষণ করার জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযােগিতা, সঙ্গীত, সাংস্কৃতিক ও বিভিন্ন নাট্যানুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে উৎসাহ দিতে হবে।
সেবার ভাবনা প্রচারের জন্য বিভিন্ন হাসপাতালে রােগীদের ঔষধ পথ্যাদি প্রদান, দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক > প্রদান, আর্থিক সাহায্য প্রদান, অনাথ আশ্রম বা দুঃস্থ ছাত্রাবাসগুলিকে সাহায্য প্রদান, শরীর চর্চার জন্য যুব সমাজকে ৯ উৎসাহিত করা, সমাজের দুর্বল বা অনগ্রসর শ্রেণীর মানুষকে উৎসাহিত করা, সমাজের সৎ, চরিত্রবান ও সমাজসেবীকে IS উৎসাহিত করার জন্য “প্রণবানন্দ সেবা সম্মান” স্মারক প্রদান করা ইত্যাদি।
ঃ প্রধান কার্যালয়ের কর্মসূচী ঃ০
- ১২৫টি গ্রামীণ স্কুলকে ১,২৫,০০০/- টাকা করে ছাদের টিন ক্রয় করার জন্য সাহায্য প্রদান করা বা |
- ১২৫টি স্কুলের ছাত্রদের বসার জন্য চেয়ার, টেবিল-এর ব্যবস্থা। |
- ১২৫টি স্কুলে পানীয় জল / শৌচালয় নির্মাণ। |
- ১২৫টি স্কুলের শিক্ষকগণকে সঙ্ঘের অনুষ্ঠানে যােগদান করান। |
- ১২৫টি দুঃস্থ গ্রামে কাপড় / কম্বল বিতরণ।
- ১২৫টি স্কুল, কলেজের ছাত্রদের মধ্যে Shirt Pant বিতরণ।
- ১২৫টি অনুষ্ঠানের মাধ্যমে আচাৰ্য্যদেবের আবির্ভাব স্মরণীয় করা।
- ১২৫ জন স্বাধীনতা সংগ্রামীকে সম্মানিত করা।
- ১২৫ জন গুণীজনকে সম্বর্ধনা।
বেহালায় : প্রণব মেলা
Free Health Checkup Camp :Blood Pressure, Sugar, E.C.G., Bone Density, Eye-refraction & Awareness
আধ্যাত্ম চেতনা শিবির ঃ যােগাসন, প্রাণায়াম ইত্যাদি।
Exhibition :- Activities, School, Health Centre, Mobile medical, Charitable Dispensary etc. Hospital Cottage Industry, Fishery.
সম্মেলন : যুব সম্মেলন, স্বেচ্ছাসেবক সম্মেলন, শিক্ষক সম্মেলন, সহযােগী সন্ন্যাসী প্রতিষ্ঠানদের নিয়ে সম্মেলন, কবি, সাহিত্যিকদের নিয়ে সম্মেলন।
শিবির/ক্যাম্প : ছাত্রদের মানােন্নয়ন, ৭ দিনের যুবশিবির (ভ্রমণসহ), স্বনির্ভর কর্মপদ্ধতি বিষয়ে শিবির, স্কুল ও কলেজের যুবকদের নিয়ে একদিনের শিবির, বয়স্কদের নিয়ে স্বাস্থ্য-সচেতনতা শিবির এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক জাগরণ বার্তা।
* স্বচ্ছ-ভারত বা নির্মল বাংলা ও বৃক্ষরােপন কর্মসূচী অভিযানে সমস্ত আশ্রম, হিন্দু মিলন মন্দির, প্রণবানন্দ বিদ্যামন্দির এবং সহযােগী প্রতিষ্ঠানে ব্যাপক অংশগ্রহণের কর্মসূচী।
* শ্রীশ্রীগুরু-মহারাজের উজ্জ্বল আদর্শ, জ্বলন্ত দেশপ্রেম, সৎ এবং চরিত্রবত্তার ব্যাপক প্রচার ও প্রসারের কর্মসূচী।।