ভারত সেবাশ্রম সঙ্ঘ
প্রতিষ্ঠাতা ও যুগাচাৰ্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ।
শ্রীশ্রীগুরু-মহারাজের শুভ আবির্ভাবের ১২৫ বছরের অনুষ্ঠান। শুভ সূচনা – প্রাক্ প্রস্তুতি : কোলকাতা বেহালার সখের বাজারে চণ্ডীমেলার প্রাঙ্গণে।
২রা জানুয়ারী থেকে ৬ই জানুয়ারী, ২০২০ “প্রণব মেলা” এ সহযােগিতায় ঃ সঙ্রে জোকা হাসপাতাল, প্যারিসপাড়া আশ্রম ও বড়িযা চণ্ডীপূজা সমিতি। ৬ই জানুয়ারী, ২০২০
ও শুক্লা একাদশী তিথি ৯ই জানুয়ারী-১৬ই জানুয়ারী, ২০২০ ও গঙ্গাসাগর মেলা, লট নং ৮, নামখানা, কচুবেড়িয়া চেমাগুড়ি, সাগরমেলা, বাসস্ট্যাণ্ড ইত্যাদি।
প্রতিটি জায়গায় শ্রীশ্রীগুরু-মহারাজের প্রতিকৃতি, বাণী এবং হাের্ডিং দিয়ে সাজানাে হবে। স্বেচ্ছাসেবক শিবির এবং গঙ্গা সাগর আশ্রম প্রাঙ্গণ-এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লােকগীতি এবং গান-বাজনা ও প্রবচনের ব্যবস্থা। |
পরিচালনায় ও স্বামী জিতাত্মানন্দ, স্বামী অধ্যাত্মানন্দ
— শ্রীশ্রীমাঘীপূর্ণিমা মহা-মহােৎসব —
৮ই ফেব্রুয়ারী–১০ই ফেব্রুয়ারী, ২০২০ : আচার্য্য বরণ, মহাভিযেক, অন্নকূট ভােগ, আশীৰ্বাদ ও দোলন উৎসব
—শ্রীশ্রীগুরু-মহারাজের ১২৫ বছরের অনুষ্ঠান—
১২ই ফেব্রুয়ারী -১৭ই ফেব্রুয়ারী , ২০২০ : কলিকাতা প্রধান কার্যালয়, বালিগঞ্জ-এ প্রত্যহ সন্ধ্যায় নানান অনুষ্ঠান |
১৬ই ফেব্রুয়ারী , ২০২০ ও স্মৃতি উৎসব
২০শে ফেব্রুয়ারী, ২০২০ : শ্রীশ্রীপ্রণবানন্দ জয়ন্তী শােভাযাত্রা ও নেতাজী ইন্ডাের স্টেডিয়ামে।
সঙ্ঘের ১২৫ বছরের মূল অনুষ্ঠান।
২১শে ফেব্রুয়ারী, ২০২০ –(শ্রীশ্রীশিবরাত্রি-উৎসব)
২২শে-২৪শে ফেব্রুয়ারী, ২০২০ সন্ন্যাসী সম্মেলন, প্রচার পার্টি আলােচনা, পরিচালনা সমিতি, বার্ষিক সাধারণ সভা
২৭শে ফেব্রুয়ারী = ১লা মার্চ ২০২০৫ বােলপুর মুলুক–
| ৪ দিন ব্যাপী আবাসিক মহােৎসব, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আচাৰ্য্যদেবের দিব্য আদর্শ জীবন ।
ও সঙ্ঘের সেবামূলক কাৰ্য্যধারা, আচাৰ্য্যদেবের জীবন লীলা, প্রয়াত সঘ মহাপুরুষদের জীবন কীৰ্ত্তি, বিভিন্ন আশ্রম যাত্রীনিবাস, স্কুল, ছাত্রাবাস, অনুন্নতােয়ন কুটির শিল্প, হাসপাতাল, ভ্রাম্যমাণ । চিকিৎসা সেবা, মডেল/ছবি প্রদর্শনী। (বিভিন্ন আশ্রম কর্তৃপক্ষ নিজ নিজ আশ্রমের মডেল/ছবি H.O.-তে পাঠাবার জন্য 3th December, 2019-এর মধ্যে যােগাযােগ করবেন। পরে স্থান সংকুলান করা অসুবিধা হতে পারে। বােলপুর স্টেশনে নামার পর যাতায়াত, থাকা ও প্রসাদের ব্যবস্থা সঙ্। ১২৫ বছর কর্তৃপক্ষের। ৩০শে নভেম্বরের মধ্যে নাম নথীভুক্ত করা যাবে।) |
যােগাযােগ : সঙ্ঘের আশ্রম/হিন্দু মিলন মন্দির/প্রচার পাটী
শ্রীশ্রী বাজিতপুর মঠ দর্শন ও খুলনা আশ্রমের শতবর্ষ অনুষ্ঠান।
১২ই মার্চ – ১৯শে মার্চ, ২০২০ : বাজিতপুর, মাদারীপুর, শ্রীরামকাঠি, খুলনা ও আশাশুনি ছবি/মডেল পরিদর্শন =
| (ঢাকা, চট্টগ্রাম প্রভৃতি যাতায়াত নিজ দায়িত্বে) যােগাযােগ ও ৭০০৩৪৪৬৭৫৮